গোলাপগঞ্জে রনি হত্যাকাণ্ডে রাজু-বদরুলকে গ্রেপ্তারে মাঠে বিশেষ টিম!

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণসিলেটের গোলাপগঞ্জে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন হওয়ার ঘটনায় শেখ রাজু ও শেখ বদরুল নামের দু’জনকে গ্রেপ্তারে মাঠে প্রশাসনের একাধিক টিম কাজ করছে বলে জানা গিয়েছে।
ছাত্রদল নেতা শেখ রাজুর হাতে (১০ আগস্ট) জসিম উদ্দিন রনি নামের এক যুবক খুন হন। এরপর থেকে শেখ রাজু পলাতক রয়েছেন। তবে রাজু বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে বিভিন্ন তথ্য দিচ্ছেন। রাজু একাধিক ফেসবুক লাইভে এসে শেখ বদরুল ও আরও কয়েকজনের নাম উল্লেখ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার তথ্য দেন। সেই তথ্য এবং মাঠপর্যায়ের তথ্যের ওপর ভিত্তি করে প্রশাসনের একাধিক টিম অভিযান চালাচ্ছে এমনটাই জানা গিয়েছে নির্ভরযোগ্য সুত্রের মাধ্যমে।
এ হত্যাকাণ্ড ঘটান গোলাপগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু। তবু সম্প্রতি সময়ে রাজুর কয়েকটি ভিডিও বার্তা থেকে শেখ বদরুল নামের একজনের নাম বার বার উঠে আসে। শেখ রাজুর দাবি এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড শেখ বদরুল। এই হত্যাকাণ্ডের পিছনে বদরুল জড়িত থাকার খবর রাজুর বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই সক্রিয় হয়ে উঠে প্রশাসনের একাধিক টিম।
গোপন সুত্রে জানা যায়, শেখ রাজু ও শেখ বদরুলকে গ্রেফতার করতে র্যাবের একাধিক টিম কাজ করছে। তবে বিষয়টি টের পেয়ে শেখ বদরুল পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
বদরুল হক (৩২) গোলাপাগঞ্জ পৌরসভার,উত্তর ঘোষগাও ৩নং ওয়ার্ডের মতাহির আলী রুতন মিয়ার ছেলে। বিগত স্বৈরাচার সরকারের সময় সে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদের ছত্রছায়ায় চাঁদাবাজি,থানার দালালি,অপহরণসহ নানান অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর ভোল পাল্টে গোলাপগঞ্জের বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে সে। একাধিক মিছিল মিটিং এর ভিডিও ও স্থির চিত্রে গোলাপগঞ্জের বিএনপির বিভিন্ন নেতাদের সাথে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে আসে।
অভিযোগ রয়েছে গোলাপগঞ্জে বিএনপির একজন নেতার ছত্রছায়ায় থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে সে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান বলেন,এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, যারাই জড়িত থাকবে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।