সিলেটে যুবলীগ কর্মীর ওপর হামলার ঘটনায় একজন গ্রেফতার

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
সিলেটের গোলাপগঞ্জে মেহেদী হোসাইন ওরফে আরিফ (৩৯) এর উপর হামলার ঘটনায় এজহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম তৌহিদুল ইসলাম তাজ। তিনি উপজেলার মছকাপুর এলাকার বাসিন্দা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রুজেল মিয়া।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হেতিমগঞ্জ বাজার তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
এঘটনার পর তার ভাই মুবাশ্বির হোসেন আব্বাস বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে মামলার ৩ নং আসামী তৌহিদুল ইসলাম তাজকে গ্রেফতার করে।
সিলেট/আবির