ছাতকে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

সিকডে
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৫, ৪:২২ অপরাহ্ণছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে মুনিরগাতি-নোয়াগাঁও গ্রামে দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ মে) বাদ জুম্মা নোয়াগাঁও জামে মসজিদের পঞ্চায়েতি বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায় মসজিদের অর্থের হিসাব সহ বিভিন্ন পঞ্চাইতি বিষয়ে বাদ জুম্মা মসজিদের আঙ্গিনায় আলোচনা কালে গ্রামের হারুন মিয়া ও কামাল মিয়ার মধ্যে কথা কাটা- কাটি হয় একপর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজন পূর্ব শত্রুতার জের ধরে মসজিদের সামনে থাকা ইট-পাটকেল,টাইলস,বাঁশ গাছের ডাল-পালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু”পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন লোক আহত হয়েছেন।
গুরুত্বর আহত মাসুক মিয়া (৫৫) লাহিন মিয়া (২০), হাজী ইজাজ উদ্দিন (৬৫),মিরাস উদ্দিন (৫০),মোজাহিদ আলী (২৫),লেচু মিয়া (৬০),মিনহাজ (১৮),নুনু মিয়া (৪৮),রাজু মিয়া (২৫),খোকন মিয়া (৩৮),সুরুজ আলী (৫০) সহ দু”পক্ষের ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যান্য আহতদের কৈতক হাসপাতাল ও স্থানিয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের পর আহতদের কৈতক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালেও হাতাহাতির ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে যাওয়া থানার এসআই মো.তোহা বলেন অফিসার ইনচার্জের পরামর্শ অনুযায়ী তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয় পক্ষের লোকজনের সাথে কথা বলেছেন। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন সংঘর্ষের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট/আবির