করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ীদের আস্থার প্রতীক ‘পাবেল প্যানেল’

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ২:১০ পূর্বাহ্ণ
সকাল থেকে শুরু হবে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎফুল্ল ব্যবসায়ীরা।
মোবাইল মার্কেট হিসেবে পরিচিত এই মার্কেটের ব্যবসায়ীরা এখন বিভক্ত দুই শিবিরে,একদিকে ‘পাবেল প্যানেল’, অপরদিকে ‘কাইয়ুম প্যানেল’।তবে নির্বাচনকে ঘিরে আলোচনা, প্রত্যাশা ও সমর্থনের কেন্দ্রে মাঠ জরিপে এগিয়ে রয়েছে ‘পাবেল প্যানেল’ এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার, (৩ মে ২০২৫) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
মোঃ আব্দুল অদুদ পাবেল করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির দুইবারের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাঁর সময়ে ব্যবসায়ীদের নানামুখী সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম হয়েছেন। আর এতেই যেন আস্থার প্রতীক হয়ে উঠেছে ‘পাবেল প্যানেল’।
তবে আগের বারের নির্বাচনের চেয়ে ভিন্ন পদ্ধতি হওয়ায় এবার কে হতে যাচ্ছেন সভাপতি তা আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয়। জানা গেছে, ভোটারদের সরাসরি ভোটে সাধারণ ও বন্দোবস্ত মোট ৪২ জন প্রার্থীর মধ্যে ২১ জন সদস্য নির্বাচিত হবেন। এবং সেই ২১ জন সদস্য নির্ধারণ করবেন কে হবে তাদের দলপতি।
এই পদ্ধতির নির্বাচনে প্রতি প্যানেলে ব্যবসায়ী মনোনীত সাধারণ প্রার্থী থাকবেন ১১ জন এবং ব্যবসায়ী মনোনীত বন্দোবস্ত প্রার্থী থাকবেন ১০ জন।
আর ঠিক এই পদ্ধতির জন্য প্যানেলভিত্তিক নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্যানেলের দলনেতা, সভাপতি বা গুরুত্বপূর্ণ পদের অধিকার অর্জন করতে হলে তাঁকে প্যানেলসহ নির্বাচিত হতে হবে এবং সেই প্যানেল সদস্যদের ভোটেই তিনি দলনেতা বা সভাপতি পদ অর্জন করতে পারেন।
এবার পাবেল প্যানেলের মধ্যে ব্যবসায়ী মনোনীত (সাধারণ প্রার্থী) হিসেবে যারা রয়েছেন:
* মোঃ আব্দুল অদুদ পাবেল (ব্যালট নং ১১)
* জাকারিয়া আহমদ (ব্যালট নং ১২)
* মোঃ শাহজাহান কবির (ব্যালট নং ১৩)
* মোঃ মুরাদুজ্জামান চৌধুরী (ব্যালট নং ১৪)
* জাকারিয়া আহমেদ (ব্যালট নং ১৫)
* জায়েদ আহমদ (ব্যালট নং ১৬)
* মোঃ মকসুদুর রহমান চৌধুরী (ব্যালট নং ১৭)
* আজাদ উদ্দিন (ব্যালট নং ১৮)
* ইফফাত জামান শুভ (ব্যালট নং ১৯)
* মোঃ জাহিদুর রহমান (ব্যালট নং ২০)
* তোফায়েল আহমদ (ব্যালট নং ২১)
পাবেল প্যানেলের ব্যবসায়ী মনোনীত (বন্দোবস্ত) যেসব প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন:
* আমিন উদ্দিন (ব্যালট নং ১)
* মোশারফ হোসেন চৌঃ মিশু (ব্যালট নং ২)
* মোঃ ইরশাদুল বারী (ব্যালট নং ৩)
* আখতার হোসেন খান (ব্যালট নং ৪)
* এস.এম. মোশারফ হোসেন (ব্যালট নং ৫)
* হাবিবুর রহমান (ব্যালট নং ৬)
* মোঃ কামরুল ইসলাম (ব্যালট নং ৭)
* মোঃ মাসুদ রানা শাহজান (ব্যালট নং ৮)
* শাহিদ আহমদ (ব্যালট নং ৯)
* মারুফ আহমদ (ব্যালট নং ১০)
করিম উল্লাহ মার্কেটের কয়েকজন ব্যবসায়ীর সাথে আলাপ করলে তারা জানান, আব্দুল অদুদ পাবেল বরাবরই ব্যবসায়ীদের পাশে থেকেছেন। নিরাপত্তা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে এই প্যানেলের উদ্যোগ প্রশংসিত হয়েছে। নির্বাচনের প্রচার-প্রচারণায় পাবেল প্যানেলের লিফলেট, ব্যানার এবং ব্যক্তিগত যোগাযোগে যে সাড়া মিলছে, তাতে অনেকেই মনে করছেন এই প্যানেলই জয়ী হওয়া সবচেয়ে সম্ভাবনাময়।
তবে এখন শুধু সময়ের অপেক্ষা। ভোটের দিনই বলে দেবে ব্যবসায়ীরা কোন প্যানেলের ওপর রেখেছেন তাদের বিশ্বাসের ছাপ।