এটিএন বাংলা ইউকের চিফ রিপোর্টার হলেন কামরুল আই রাসেল

সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ৩:০৮ অপরাহ্ণবিশিষ্ট নাট্য শিল্পী, সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ প্রেসক্লাব ইউকে- এর যুগ্ম আহবায়ক কামরুল আই রাসেল এটিএন বাংলা ইউকের চিফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন।
সম্প্রতি কর্তৃপক্ষ তাকে এ পদে নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি এই প্রতিষ্ঠানের সিনিয়র ক্যামেরাপার্সন হিসেবে যোগদান করেছিলেন। এরপর লন্ডন প্রতিনিধি, স্টাফ রিপোর্টার থেকে চিফ রিপোর্টারের পদ লাভ করেন। এটা তার দীর্ঘদিনের পরিশ্রম ও সততার কারণে সম্ভব হয়েছে বলে সহকর্মীরা জানান।
প্রসঙ্গত, কামরুল আই রাসেল সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ এবং অভিনয়ের মাধ্যমে সিলেটে অনেক জনপ্রিয় ছিলেন। এরপর যুক্তরাজ্য গমনের পর তিনি এটিএন বাংলা ইউকেতে নিয়োগ লাভ করেন। সেখানেও সাংবাদিকতার পাশাপাশি তিনি সিলেটি এবং বিদেশীদের নিয়ে নাট্য নির্মাণ অব্যাহত রেখেছেন।
এক প্রতিক্রিয়ায় কামরুল আই রাসেল সকলের দোয়া কামনা করেছেন।
সি/হা