এখন খেললে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৪:৪৭ অপরাহ্ণ
টেস্ট ক্রিকেটে ভারত ও পাকিস্তানের ভাগ্য পরিবর্তন হয়েছে। টানা হারের ধকল সামলে ইংলিশদের ঘরের মাঠে নাস্তানাবুদ করেছে পাকিস্তান। অন্যদিকে দুই যুগ পর নিজেদের আঙিনায় সাদা পোশাকে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত।
পাকিস্তানের দুই স্পিনার নোমান আলী এবং সাজিদ খানের ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশ ব্যাটাররা। কিন্তু ঘরের মাঠে স্পিনিং উইকেট বানিয়ে উল্টো কিউই স্পিনার এজাজ প্যাটেল-মিচেল স্যান্টনারদের স্পিন-বিষে নীল হয়েছে রোহিত শর্মার দল।
টার্নিং উইকেটে পাকিস্তানের উন্নতি দেখে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তো বলেই দিয়েছেন, ‘আমি ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ দেখতে চাই। টার্নিং উইকেটে এই মুহূর্তে পাকিস্তান ভারতকে হারিয়ে দেবে।’
মেলবোর্নে অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে চলাকালে ধারাভাষ্য দেওয়ার সময় ভনের সঙ্গে একমত পোষণ করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও। ভনের মতো তিনিও ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে মুখিয়ে আছেন জানিয়ে ওয়াসিম বলেন, ‘এটা (ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ) বিশাল কিছু হবে। এটা খেলাটার জন্য ভালো হবে, ভালো হবে দুই ক্রিকেটপাগল জাতির জন্যও। স্পিনিং ট্র্যাকে পাকিস্তানের এখন ভারতকে হারানোর সম্ভাবনা বেশি। তারা নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে দুমড়েমুচড়ে গিয়েছে।’
প্রসঙ্গত, ২০০৭ সালে সর্বশেষ লাল বলের ক্রিকেটে মুখ দেখাদেখি হয়েছিল ভারত আর পাকিস্তানের। এরপর রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দুই দেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের দেখা মিললেও ক্রিকেট অভিজাত ফরম্যাটে তাদের দ্বৈরথ মিস করেন ক্রিকেট অনুরাগীরা।
ক্রীড়াঙ্গন/আবির