শিক্ষার্থী ভর্তি নিয়ে মাউশির নতুন নির্দেশনা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৩:০৯ অপরাহ্ণআগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এ লক্ষ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে শূন্য আসনের তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৩ নভেম্বর) মাউশির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে শূন্য আসনের তথ্য জমা দিতে হবে।
শিক্ষাঙ্গন/আবির