সাকিবের বিপিএল ভাগ্যও ঝুলে আছে

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৫:২০ অপরাহ্ণ
১৪ অক্টোবর বিপিএলের পরবর্তী আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এর আগে সাত দলকে জমা দিতে হবে তাদের রিটেইন এবং ডিরেক্ট সাইনিং লিস্ট। গত আসরে রংপুর রাইডার্সে খেলা সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এজন্য রংপুর রাইডার্স নিশ্চিত হতে পারছে না তারা সাকিবকে রিটেইন করবে কি না।
গত আসরে সাকিবের পারফরম্যান্স আহামরি ভালো ছিল না। তবুও দেশের ক্রিকেটের সেরা তারকাকে দলে রাখতে মুখিয়ে রংপুর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের দেশে আসা এবং বিপিএল খেলতে পারার নিশ্চয়তা কেউই দিতে পারছে না। রংপুর রাইডার্স তাকিয়ে আছে দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার দেশে এসে একটি টেস্ট ম্যাচ খেলে অবসরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সাকিব দেশে এসে আবার বাইরে যাওয়ার নিশ্চয়তা পেলেই কেবল যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন। কিন্তু সেই নিশ্চয়তা এখনও পাননি। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজেও সাকিব থাকবেন কিনা নিশ্চিত নন।
ক্রীড়াঙ্গন/আবির