স্পিকারস ক্লাব অব ইংলিশ, মেট্রোপলিটান ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪৪ অপরাহ্ণগত ২৫ সেপ্টেম্বর ২০২৪, সকাল ১১ টায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম. হাবিবুর রহমান হলে এমইউ স্পিকারস ক্লাব অফ ইংলিশ দ্বারা “এ টক অন রিসার্চ পেপার প্রেজেন্টেশন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি পরিচালনা করেন অনিক বিশ্বাস (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ)।
তিনি শিক্ষার্থীদের গবেষণাপত্রের ভূমিকা, প্রয়োজনীয়তা, কৌশল, গুরুত্ব, উপকরণ, গবেষণা পত্র উপস্থাপনের উন্নতির পদ্ধতি সম্পর্কে নির্দেশনা প্রদান করেন। এবং শিক্ষার্থীদের গবেষণা পত্র প্রস্তুত করতে উৎসাহিত করেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রেজারার ও ব্যবসা এবং অর্থনীতি অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ তাহের বিল্লাল খলিফা। তিনি গবেষণাপত্রের গুরুত্ব ও এর তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের অন্তর্দৃষ্টি প্রদান করেন এবং এমন সেমিনার আয়োজনের জন্য এমইউ স্পিকার্স ক্লাব অফ ইংলিশের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন ড. রমা ইসলাম (অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ)।তিনি জ্ঞানের বিভিন্ন প্রশাখার অন্বেষণে আগ্রহী হতে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন।
আরো উপস্থিত ছিলেন এমইউ স্পিকার্স ক্লাব অফ ইংলিশের সভাপতি, সানজিদা চৌধুরী (সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ)। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি চমৎকার স্বাগত বক্তব্য প্রদান করেন, যেখানে গবেষণাপত্রের প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন এমইউ স্পিকার্স ক্লাব অফ ইংলিশের কোষাধ্যক্ষ মুনমুন দেবনাথ (প্রভাষক, ইংরেজি বিভাগ)। উপস্থিত ছিলেন এমইউ স্পিকার্স ক্লাব অব ইংলিশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.এ.এম তাহমিদ সহ সকল সদস্য এবং অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ। সেমিনার শেষে প্রাক্তন কমিটির সকল সদস্যকে প্রশংসাসূচক সনদপত্র প্রদান করা হয়।
সিলেটসংবাদ/হা