গোলাপগঞ্জে সাবেক শিবির নেতার বাড়িতে পুলিশের অভিযান
গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ১১:৪৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের সাবেক শিবির নেতা মোঃ ইকবাল হুসেন কে গ্রেফতার করতে তার বাড়িতে গোলাপগঞ্জ থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় গোলাপগঞ্জ থানা পুলিশ উপজেলার উত্তরভাগ গ্রামের মৃত মোঃ মোতাহির আলীর ছেলে মোঃ ইকবাল হুসেন কে গ্রেফতার করতে এ অভিযান করে। তবে উক্ত অভিযানে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুত্রে আরো জানা যায় যে, মোঃ ইকবাল হুসেন একজন দন্ডপ্রাপ্ত আসামী, তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ২০০৯ সালে দায়ের করা একটি মামলায় মহামান্য আদালত ২০১৯ সালের নভেম্বর মাসে ১২ বছরের সশ্রম কারাদন্ড প্রধান করেন। এছাড়াও তার বিরুদ্ধে বালাগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা অপর একটি মামলায় আদালত হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা আছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশ এ অভিযান করেছে বলে উল্লেখ করেন। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
গোলাপগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের নিন্দা ও প্রতিবাদ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাফিয়ান আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এমদাদুল আলম কাউসার এক যুক্ত বিবৃতিতে সাবেক শিবির নেতা ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী মোঃ ইকবাল হুসেন এর বাড়িতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।




