সিলেট-১ আসনে নৌকার ধারেকাছে নেই কেউ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৬:০২ অপরাহ্ণসিলেট-১ আসনে নৌকার ধারেকাছেও নেই কোন প্রার্থী। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সংসদীয় আসনটির ২১৫টি কেন্দ্রের মধ্যে ৬টির ফলাফল পাওয়া গেছে। ৬ কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট পড়েছে ৩৭২৭ ভোট। আর বাকি ৪ প্রার্থী মিলে পেয়েছেন ৯৩ ভোট।
সিলেট-১ আসনভূক্ত দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে ভোট পড়েছে ৯৮৩টি। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ৯৭৫ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ৪ ভোট, ইউসূফ আহমদ (আম) ২ ভোট, ফয়জুল হক (মিনার) ২ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) কোন ভোট পাননি।
দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা কেন্দ্রে ভোট পড়েছে ৭৫৮টি। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ৭৫৫ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ১ ভোট, ইউসূফ আহমদ (আম) ১ ভোট, ফয়জুল হক (মিনার) ১ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) কোন ভোট পাননি।
শাহপরাণ (রহ.) প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে পড়েছে ৬৮৯ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ৬৫৯ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ১৩ ভোট, ইউসূফ আহমদ (আম) ৭ ভোট, ফয়জুল হক (মিনার) ৬ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) ৪ ভোট পেয়েছেন।
মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পড়েছে ৮২৮ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ৮০০ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ৯ ভোট, ইউসূফ আহমদ (আম) ১১ ভোট, ফয়জুল হক (মিনার) ৩ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) ৫ ভোট পেয়েছেন।
সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ (পূর্বপার্শ্ব ভবন) কেন্দ্রে পড়েছে ৩৮১ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ৩৬৪ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ৪ ভোট, ইউসূফ আহমদ (আম) ২ ভোট, ফয়জুল হক (মিনার) ৫ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) ৬ ভোট পেয়েছেন।
সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ (পশ্চিম পার্শ্ব ভবন) কেন্দ্রে পড়েছে ১৮১ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ড. এ কে আবদুল মোমেন ১৭৪ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আবদুল বাছিত (ছড়ি) ২ ভোট, ইউসূফ আহমদ (আম) ১ ভোট, ফয়জুল হক (মিনার) ৪ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) কোন ভোট পাননি।
সিলেট/আবির