ভোট দিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এতে ভোট দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
বেলা সাড়ে ৯টার দিকে নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদ্রাসায় ভোট প্রদান করেছেন তিনি।
ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র।মানুষ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে বলে জানান তিনি।
এ সময় আশাবাদ ব্যক্ত করে মেয়র আনোয়ারুজ্জামান বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মানুষ ভোট দিচ্ছে। শেষ সময় পর্যন্ত ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক থাকবে। সাধারণ মানুষ ভোট প্রয়োগের মাধ্যমে নৌকার বিজয় সুনিশ্চিত করবে।’
সিলেটসংবাদ/হান্নান