আখালিয়াঘাটে ল্যাপটপ চুরি : সন্দেহভাজন ২ যুবক আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫, ১০:০৯ অপরাহ্ণল্যাপটপ চুরির অভিযোগে সিলেট শহরতলীর আখালিয়াঘাট এলাকা থেকে ২ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার রাত ১২ টায় এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলো লামাকাজির খালোপাড় গ্রামের জসিম উদ্দিনের ছেলে মামুন (২০) ও ব্রাক্ষণবাড়িয়ার চান্দা গ্রামের জিতু হশির ছেলে নয়ন হশি (২৫)।
প্রত্যক্ষদর্শী ও জালালাবাদ থানা সূত্র জানায়, মামুন আখালিয়া ঘাটের জাকির হোসেনের মালিকানাধীন স্টেশনারি দোকানের কর্মকারি। ঘটনার সময় মামুন ও নয়নের সন্দেহজনক ঘুরাফেরা দেখে স্থানীয় কয়েকজন যুবক দেখেন দোকানের তালা ভাঙ্গা ও ল্যাপটপ গায়েব। খবর পেয়ে জাকির হোসেন এসে তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করেন। তারা এলোমেলো কথাবার্তা বললে চুরির সাথে তাদের জড়িত থাকার বিষয়টি অনুমান করেন স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তবে আটককৃত দুই যুবক ল্যাপটপ চুরির সাথে জড়িত কি না সেটি এখনও নিশ্চিত নয়। তাদেরকে অনুমানের উপর আটক করা হয়েছে।
এ ব্যাপারে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১১(১০)১৫। রিপোর্ট লেখা পর্যন্ত ল্যাপটপ উদ্ধার সম্ভব হয়নি। . . . . . . . . .