সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য অর্জন
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৫:১৬ অপরাহ্ণবাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা
জাতীয় সম্মেলনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং টিসল সোসাইটি আয়োজিত
‘ডিসকভার ইংলিশ: স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ২০২৩’ শীর্ষক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থী।
গতকাল শনিবার ঢাকায় এআইইউবি ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে দেশের ৩০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের বিএ, এমএ এবং এমফিলের শিক্ষার্থীদের মোট ১২৮টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্স ৫১তম ব্যাচের শিক্ষার্থী শাহনাজ জেসমিন কেয়া, ৫৩তম ব্যাচ এর রোহামা চৌধুরী ও অনার্স ৫১তম ব্যাচ এর তাসনিয়া আহমেদ যাইমা সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন।
তাদের গবেষণাপত্রের শিরোনাম ছিল যথাক্রমে “পেট্রিয়ার্কি ইন এ মডার্ন মেন: এ স্টাডি অফ সত্যজিৎ রায়’জ মহানগর”, “স্ট্রাটিফিকেশন ইন সোসিও-ইকোলজিকাল সিস্টেম ইন অলিভিয়া নিউম্যান’জ ফিল্ম হুওয়ের দা ক্রডাডজ সিং ”, ও “ দা ইউজ অফ সাটায়ার এজ এ টুল ফর সোসিয়াল ক্রিটিক: এ ক্রিটিক্যাল স্টাডি অন নিসিম এজেকিয়েল’জ সিলেক্টেড পোয়েমস”।
উক্ত সম্মেলনে রোহামা চৌধুরীর প্রবন্ধটি তৃতীয় স্থান অর্জন করে।
এছাড়া গত মাসে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ কতৃক আয়োজিত “জেন্ডার : দ্যা বাইনারি এন্ড বিয়ন্ড :৯ম ডিইএইচ ইন্টার-ইউনিভার্সিটি স্টুডেন্ট কনফারেন্স ও কালচারাল কম্পিটিশান-২০২৩” শীর্ষক সম্মেলনে
২১টি সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উক্ত সম্মেলনে রোহামা চৌধুরীর উপস্থিত “এগোনি অ্যান্ড সার্ভাইভিং ব্যাটল অফ ওমেন ইন মহাশ্বেতা দেবী’জ ব্রেস্ট স্টোরিজ অ্যান্ড নীলিমা ইব্রাহিম’জ আমি বীরাঙ্গনা বলছি” প্রবন্ধটি রানারআপ স্থান অধিকার লাভ করে।
জাতীয় পর্যায়ের এই সম্মেলনে তিন শিক্ষার্থীর অংশগ্রহণ এবং গবেষণাপত্র উপস্থাপনে সাফল্য অর্জন করায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রমা ইসলাম সহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের গবেষণায় অংশ নিতে অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থীর মেধার ও মননের পূর্ণ বিকাশ ঘটাতে পারে।’ এ ছাড়া ও বিভাগীয় প্রধান বলেন ‘ শিক্ষার্থীদের গবেষণায় অবদান এই বিভাগের জন্য একটি গৌরব উজ্জ্বল সাফল্য। এই সাফল্যকে অণুপ্রেরণা হিসেবে নিয়ে আমাদেরকে ধারাবাহিক ভাবে আরো সামনে এগিয়ে যেতে হবে।
সম্মেলনে যোগ দিতে শিক্ষার্থীদের সার্বিক সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী, সহকারী অধ্যাপক গোলাম রব্বানী এবং জৈষ্ঠ্য প্রভাষক সৈয়দ নকিব সাদি ও প্রভাষক সানজিদা কালাম।
শিক্ষা/হান্নান