সুরমা টাইমসের ফটো জার্নালিস্ট ফাহাদ আহমেদর বাসায় তল্লাশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণ
সুরমা টাইমসের ফটো জার্নালিস্ট ফাহাদ আহমেদর বাসায় ডিবি পরিচয়ে কয়েজন লোক তল্লাশি চালিয়েছে। শুক্রবার (২ জুন) কয়েকজন ব্যক্তি রাতের আধারে তার সিলেট উপশহরস্থ ডি ব্লকের বাসায় এ তল্লাশি চলায়। এতে হয়রানির শিকার হন পরিবারের লোকজন।
এসময় তারা পরিবারের লোকজনকে নানা ভয় ভীতিও প্রদর্শন করে এবং ঘরে থাকা নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র সব নিয়ে যায় তারা।
ফাহাদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের নিজাম উদ্দিনের পুত্র।
পরিবারের লোকজন দাবি করেন, ফাহাদ আহমেদকে খুঁজতে প্রায় সময় অভিযানে আসেন আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লোকজন। তারা এসে আমাদের হুমকি ধামকি দিয়ে বলেন ফাহাদ যেন তাদের কাছে আত্মসমর্পণ করে এবং ফাহাদের সন্ধান যেন আমরা তাদের বলে দেই।





