মহানুভব ও মানবতাবাদী মানুষের বাস্তব প্রতিচ্ছবি জাবেদ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ২:৫৩ অপরাহ্ণমহানুভব ও মানবতাবাদী মানুষের বাস্তব প্রতিচ্ছবি জাবেদ আহমদ।পৃথিবীতে বাড়ী-গাড়ী,ধন-সম্পদ, টাকা-পয়সা অনেকেরই আছে।কিন্তু,সত্যিকারের বড় মনের অধিকারী ভাল মানুষ বিরল।জাবেদ আহমদ সেই ক্ষণজন্মাদের একজন।তিনি দল মত ও আঞ্চলিকতার উর্ধ্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রিয় জন। এজন্য আমরা গর্বিত।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাবেক সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদের উদ্যোগে ক্লাব সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রীতি সম্মেলন ও নৈশভোজে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বক্তারা আরো বলেন,প্রবাসের শত ব্যস্ততার মধ্যে তিনি ভুলে যাননি দেশ মাটি ও মানুষকে। তিনি নীরবে মানুষের দুঃসময়ে পাশে থাকেন।তিনি ক্লাব ও ক্লাব সদস্যদের সহযোগিতার পাশাপাশি সমাজের সর্বস্তরে মানবতামুলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। বক্তারা তাঁর দীর্ঘ জীবন, উন্নতি ও উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ সভাপতি মো: গোলজার আহমদ হেলাল, কোষাধ্যাক্ষ আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক মো: তাওহীদুল ইসলাম,পঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য আশীষ দে, মাহমুদ হোসেন খান।এতে আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, আফরোজ খান, মো: কামাল আহমদ, মাজহারুল ইসলাম সাদী, মো: আলমগীর আলম,আব্দুল হাসিব,আবু জাবের, আব্দুল হান্নান, ময়নুল হাসান আবীর প্রমুখ।
সিকডে/হান্নান






