ফের সিঙ্গাপুর গেলেন ফখরুল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৫, ১০:১৩ পূর্বাহ্ণচিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
আগামীকাল শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
প্রায় দুই মাস পর চিকিৎসা শেষে গত ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২৬ জুলাই তিনি সিঙ্গাপুর যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সস্ত্রীক নিউইয়র্কে যান বিএনপির এই নেতা। গত ১৭ সেপ্টেম্বর সেখান থেকে পুনরায় সিঙ্গাপুরে যান।
নাশকতার মামলায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন মির্জা ফখরুল। ক্যারোটিড আর্টারির চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় গত ১৪ জুলাই সুপ্রিমকোর্ট ফখরুলকে বিদেশে যেতে জামিন দেন।
. . . . . . . . .