নিউইয়র্কে উপজেলা চেয়ারম্যান কাসেম চৌধুরীর মতবিনিময় সভা
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৪:৩২ অপরাহ্ণ নিউইয়র্কে যুক্তরাষ্ট্রে সফররত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরীর সাথে মতবিনিময় করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জবাসী।
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রে সফররত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরীর সাথে মতবিনিময় করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জবাসী।
গত ২৯শে আগষ্ট মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পাটী হলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এট্যর্নী মঈন চৌধুরী।আবুল কালামের পরিচালনায় অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান,বিশেষ অতিথি ছিলেন সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান,সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,এডভোকেট নাসির উদ্দীন,নিউইয়র্ক স্ট্রেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন আজমল,জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহসভাপতি শফি উদ্দীন তালুকদার,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,১নং লাখাই ইউপির সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম,সাংবাদিক মুজাহিদ আনসারী,জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুকন হাকিম।সভায় বক্তব্য রাখেন মিয়া মোহাম্মদ তাছকির,অনুষ্ঠানের মুল উদ্যোক্তা এম উদ্দীন আলমগীর,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান,সাংবাদিক সেলিম আজাদ,শেখ জামাল হোসেন,ইব্রাহীম বারভূইয়া রিজু,মন্জুর আহমদ প্রমূখ।অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন আব্দুল মুহিত।
বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তাকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে বর্তমান সরকারকে পুননির্বাচিত করতে হবে।তিনি বলেন হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় যে উন্নয়ন সাধিত হয়েছে তা অতিথের কোন সরকারের পক্ষেই করা সম্ভব হয়নি।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার যুক্তরাষ্ট্র প্রবাসীদের অংশ গ্রহনে পরিপূর্ন হয়ে উঠে।
সবশেষে উপস্তিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।






