পাকিস্তানের পার্লামেন্ট বিলুপ্তি

সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণপাকিস্তান জাতীয় পরিষদ (পার্লামেন্ট) ভেঙে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে পার্লামেন্ট বিলুপ্ত করলেন তিনি। এর মধ্য দিয়ে শেহবাজ সরকারের শাসনের অবসান এবং দেশটিতে নতুন নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে।
বুধবার (৯ আগস্ট) গভীর রাতে জাতীয় পরিষদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগেই এটি ভেঙে দেওয়া হয়। আগামী ১২ আগস্ট জাতীয় পরিষদের মেয়াদ পূর্ণ হতো। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে জাতীয় পরিষদ বিলুপ্তি দেশটিতে জাতীয় নির্বাচনের পট প্রস্তুত করলো। এখন সেখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। সংবিধান অনুযায়ী পার্লামেন্টে ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারই জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে।
গত বছরের এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করে প্রধানমন্ত্রী হন শেহবাজ শরীফ। এরপর নানান সমস্যায় জর্জরিত ছিল তার সরকার। এছাড়া প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরানকে দমনেও ব্যস্ত ছিল শেহবাজ শরীফের সরকার।
অনেকের ধারণা, ইমরান খান যেন নির্বাচনে অংশ নিতে না পারেন- পার্লামেন্ট ভেঙে দেওয়ার আগে সেই ব্যবস্থা করেছে শেহবাজের জোট সরকার। ইমরানকে প্রথমে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড এরপর তাকে পাঁচ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ করার ব্যবস্থা করেছে তারা।
আন্তর্জাতিক/আবির