নিউইয়র্ক বইমেলায় প্রবাসী লেখিকা আকতার শিমুর টুনাক সোনা
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ১১:৫৭ অপরাহ্ণ নিউইয়র্ক প্রবাসী লেখিকা আকতার শিমু শিশুদের জন্য নতুন বই বের করেছেন নাম টুনাক সোনা যা এখন নিউইয়র্ক বইমেলায় পাওয়া যাচ্ছে।
নিউইয়র্ক প্রবাসী লেখিকা আকতার শিমু শিশুদের জন্য নতুন বই বের করেছেন নাম টুনাক সোনা যা এখন নিউইয়র্ক বইমেলায় পাওয়া যাচ্ছে।
প্রবাসী তরুনী লেখিকা আকতার শিমু বাংলাদেশের চট্রগ্রামের মেয়ে পিতা প্রবাসী আব্দুল মালিক চৌধুরী।তিন ভাই আর একমাত্র বোন তিনি।লেখাপড়া করেছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে নৃবিজ্ঞানে মাষ্টার্স সম্পন্ন করার পরপরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবারের সাথে স্থায়ী ভাবে এখন যুক্তরাষ্ট্রে বসবাস।
লেখিকা আকতার শিমুর ছোটদের নিয়ে নতুন বই টুনাক সোনা প্রকাশিত হয়েছে আলী প্রয়াস থেকে।যার প্রচ্ছদ করেছেন মিজানুর রহমান শামীম।বইটির বিষয়বস্তু হলো কবিতা ও বাচ্ছাদের জন্য লেখা।
বইটি সম্পর্কে লেখিকা আকতার শিমু বলেন আমেরিকাতে আমাদের যে প্রজন্মটা বড় হচ্ছে তারা যে দৈনন্দিন জীবনটা দেখছে প্রকৃতিকে দেখছে পরিবেশকে দেখছে যেমন স্নো ও দেখছে তারা।তারা চকলেট খেতে পছন্দ করে শনি রবিবার তাদের স্কুল বন্ধ।এ বিষয়গুলো কে কেন্দ্র করে আমি কবিতা গুলো সাজিয়েছি।যাতে করে বাংলা ভাষার সাথে তাদের একটা ঘনিষ্টতা তৈরী হয়।তার প্রকাশিত বইটি বাচ্ছাদের বাংলাভাষার প্রতি একটা আকর্ষন তৈরী করব বলে মনে করেন তিনি।






