নিউইয়র্কে বাকা’র গুণীজন সংবর্ধনা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৭:১৯ অপরাহ্ণনিউইয়র্কের ব্রঙ্কসে দুই গুণীজনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বাকা)। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য পুনঃনির্বাচিত হওয়ায় ৪ জুলাই সন্ধ্যায় ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টের হলরুমে সংগঠনটি সংবর্ধনা দিয়েছে কমিউনিটির অতি পরিচিত ব্যক্তিত্ব, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হাসিম হাসনু এবং বাংলাদেশ থেকে আগত, মায়ামী আন্তর্জাতিক ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপে ব্রোন্জ পদক বিজয়ী নাসিমা আকতার জুঁইকে।
সংগঠনটির সভাপতি বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ সাদী মিন্টু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর নব নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, যুক্তরাজ্য থেকে আগত, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও রাজনীতিবিদ মতিউর রহমান চৌধুরী, কবি জুলি রহমান, বাংলাদেশ সোসাইটির কোষাধক্ষ্য নওশাদ হোসেন, কমিউনিটি এক্টিভিষ্ট রিয়াজ উদ্দিন কামরান, জালাল চৌধুরী, মুমিনুল ইসলাম মুমিন, রেজা আব্দুল্লাহ, মাঈন উদ্দিন নটু, কমিউনিটি এক্টিভিষ্ট কবি মাসুম আহমেদ, মোতাহের হোসেন রুবেল প্রমুখ।
সংবর্ধিত ব্যক্তিত্ব আব্দুল হাসিম হাসনু ও নাসিমা আকতার জুঁই তাদের আবেগ জড়ানো বক্তব্যে সংবর্ধনায় আগত সকল অথিতি এবং আয়োজক সংগঠন বাকা ‘ র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ফয়েজ চৌধুরী, শরীফুল খালিশদার, সাংবাদিক শামীম আহমেদ, এবিএম সালাউদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা মখন মিয়া, বালাগন্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির সহ সভাপতি ফয়জুন্নুর চৌধুরী, কমিউনিটি এক্টিভিষ্ট মামুন রহমান, এজিএম জাহাঙ্গীর, রোকন আহমেদ, খন্দকার আব্দুল বাকী, জেবুল আহমেদ, জুয়েল খান, মমতাজ উদ্দিন প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, সংগঠনের সহ সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু , বাংলাদেশ সোসাইটির সাহিত্য সম্পাদক ও সংগঠনের সহ সভাপতি ফয়সল আহমেদ, সহ সভাপতি কবি মাকসুদা আহমেদ, নব নির্বাচিত সাধারণ সম্পাদক কবি শাহ বদরুজ্জামান রুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এমডি আলাউদ্দিন, সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভুঁইয়া, স্কুল ও সমাজসেবা সম্পাদক সালমা সুমী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক দুলাল রহমান। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, কোষাধক্ষ্য মোহাম্মদ রনি, রায়হান জামান রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিয়াকত আলী, কার্যকরী সদস্য চৌধুরী মোমিত তানিম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে দুই গুণীজনকে ফুল দিয়ে বরণ করে নেন বাকার সহ সভাপতি মাকসুদা আহমেদ ও স্কুল ও সমাজসেবা সম্পাদক সালমা সুমী। অনুষ্ঠানের প্রধান অথিতি দুই সংবর্ধিত ব্যক্তিত্বের হাতে তুলে দেন বিশেষ সম্মাননা ক্রেস্ট।।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং সফল করার জন্যে সংবর্ধনায় আগত সকল অথিতিবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।