কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসকে লিখিত অভিযোগ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ৫:০৮ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী ঢালারপাড় গ্রাম থেকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সিন্ডিকেট করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ( ৮ জুন) বৃহস্পতিবার এলাকাবাসী সিলেট জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার ২নং ইসলামপুর ইউনিয়নের ঢালার পাড় গ্রামের বাসিন্দারা উল্লেখ করেন, ঢালারপাড় গ্রাম একটি জনবহুল গ্রাম – এই গ্রামে ১৫ হাজার মানুষের বসবাস,৩ টি বাজার,১ টি উচ্চবিদ্যালয়,৫ টি মাদ্রাসা, ৩ টি প্রাথমিক বিদ্যালয়,১০ টি মসজিদ,৪ টি কবরস্থান ও ১ টি হাসপাতাল রয়েছে।
স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা- রুপা মিয়া,আবু বক্কর সিদ্দিক,তোফাজ্জল মিয়া,কবির হোসেন, ধলাই নদীর তীরবর্তী ঢালারপাড় গ্রামের পাশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
এলাকাবাসী অবৈধ এ বালু উত্তোলন বন্ধের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়’কে জানালেও রহস্যজনক কারনে তিনি নিশ্চুপ থাকছেন কোনো ব্যবস্থা নেননি। ইতিমধ্যে গ্রামের অনেক বাড়িঘর ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জমি ও বাড়িঘর হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে।
তারা আরো জানান,অবৈধভাবে বালু উত্তলন করে বিভিন্ন জায়গায় জমা করে রাখছেন তারা। ট্রাক্টর ও ট্রলি দিয়ে ওইসব বালু আনা-নেওয়া করায় এলাকার রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। বালু খেকু এই চক্র দিনদুপুরে অস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়ায়। কেউ কিছু বললেই তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন ও প্রানে মারার হুমকি।
অভিযুক্ত বালুখেকু আবুবক্কর সিদ্দিক কে একাধিকবার কল দিলে রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং কে মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন,আমরা এরকম কোন অভিযোগ পাইনি। ঢালারপাড়ে বালু উত্তোলন করতে যারা ইজারা নিয়েছে তারা এখনো বালু উত্তোলন শুরু করেনি। অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগটি মিথ্যা। তবে কিছুদিন আগে আবুবক্কর নামে একজনের বিরুদ্ধে বালু চুরির অভিযোগ এসেছিল। পরে এলাকাবাসী বসে এটা মিমাংসা করে দেয়। এরপর আর কোন অভিযোগ আসেনি।
সিলেটসংবাদ/হান্নান