দোয়ারাবাজারে ব্রিজ নির্মানের দেড় বছরেও পাকা সেতুর কাঁচা সংযোগ সড়ক,দূর্ভোগে যাতায়াত ব্যবস্থা

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার-বাঁশতলা সড়কে মরাচেলা বালি নদীর উপর সেতু নির্মান করা হয়েছে প্রায় দেড় বছর আগে। কিন্তু সেতু নির্মানের দেড় বছরেও এপ্রোচ সড়ক পাকা না করায় এলাকাবাসীর যাতায়াতে বাড়ছে দুর্ভোগ।
জনদূর্ভোগ লাগবে নির্মিত এ সেতুর এপ্রোচ সড়ক পাকাকরণ দাবী জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক মুক্তিযোদ্ধের ৫নং সাব-সেক্টরের সাথে সড়ক যোগাযোগের উন্নতির জন্য ২০২২ সালে ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে মরাচেলা বালি নদীর উপর ৭২ মিটার আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করা হয়। এই সড়কে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা, চৌধুরী পাড়া, মৌলারপাড়, কলোনি, নতুন বাঁশতলা, পেকপাড়া, ঝুমগাঁও, কলাউড়া, ডালিয়া, কুশিউড়া, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ৫নং সাব-সেক্টর বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ, হকনগর বাজার, চৌধুরীপাড়া বাজার, বাংলাবাজার, বড়খাল স্কুল অ্যান্ড কলেজ, কলাউড়া ফাজিল মাদ্রাসার ও বোগলাবাজার ইউনিয়নের আলমখালী গ্রামের শিক্ষার্থীসহ প্রতিদিনই হাজার হাজার মানুষ চলাচল করেন। উপজেলার সদর থেকে শুরু করে জেলা, বিভাগীয় ও দেশের যে কোনো প্রান্তে এইসব এলাকার মানুষের যাতায়াতের অন্যতম সড়ক ব্যবস্থা এটি। দেড় বছর আগে সেতু নির্মান করা হলেও সেতুর দুই পাশে এপ্রোচ সড়কে বালি ফেলে রাখা হয়েছে, এখনও পাকাকরন করা হয়নি। সেতুটির দুই পাশে এপ্রোচ সড়ক বালু মাটি সরে যাওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। প্রতিনিয়তো ঘটছে দূর্ঘটনা।
স্থানীয় সিএনজি চালক সফিক মিয়া বলেন, সেতু থাকতেও আমাদের চলাচলে অনেক কষ্ট হয়। সেতুর দুই পাশে এপ্রোচ সড়ক বালি দিয়ে তৈরি করায় সামান্য বৃষ্টিতে বালি নদীতে চলে গিয়ে গর্তের সৃষ্টি হয়, যার ফলে গাড়ি চলাচলে অনেক কষ্ট হচ্ছে।
বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন বলেন, বাংলাবাজার-বাঁশতলা সড়কের জনগুরুত্বপূর্ণ সেতুর দুই পাশে এপ্রোচ সড়ক পাকাকরণ সময়ের দাবী। খুব শিগ্রই দরপত্রের মাধ্যমে কাজ শুরু করতে কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী মো.মনছুরুল হক বলেন, এপ্রোচ সড়ক পাকাকরণ করার লক্ষে মাপযোগ শেষ করে সদর দপ্তরে পাঠানো হয়েছে, দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সারাদেশসংবাদ/হান্নান