কোম্পানীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

শাহিন আলমঃ-(কোম্পানীগঞ্জ প্রতিনিধি)
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণসিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার (১লা জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার খাদিজা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা ইয়াছমিন, উপজেলা খাদ্য পরিদর্শক রাফিয়া খাতুন সেবি, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম প্রমুখ।
সভায় বক্তারা যত্রতত্র তামাকজাত পণ্য বিক্রি বন্ধে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার আইনের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, ধূমপান, তামাকজাত দ্রব্যের উৎপাদন ব্যবহার, বিক্রয় বিপণন নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন রয়েছে। সে আইন অনুযায়ী নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করলে যত্রতত্র তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। যত্রতত্র তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলেই তামাকজাত দ্রব্যের চাহিদা কমবে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
সিলেটসংবাদ/হান্নান