ডেইরি আইকন পুরস্কার পেল মৌলভীবাজারের আরএম ডেইরি ফার্ম

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৭:১৫ অপরাহ্ণদুধ উৎপাদন বৃদ্ধিতে গুরত্বপূর্ন অবদান রাখায়‘ডেইরি আইকন পুরস্কার–২০২২’ পেয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জের আরএম ডেইরি ফার্ম । বৃহস্পতিবার (০১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরএম ফার্মের উদ্যোক্তা মেহেরুন নেছা বেগম ক্রেস্ট ও সনদ গ্রহন করেন ।
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি, স্থায়ী কমিটির সদস্য শহীদুল ইসলাম বকুল এমপি, স্থায়ী কমিটির সদস্য ছোট মনির এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
নারী উদ্যোক্তা মেহেরুন নেছা বেগম সেরা ডেইরি ফার্মের পুরস্কার পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । তিনি জানান স্বামী সিলেট সিটি কর্রোপেরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মাদ হানিফুর রহমানসহ পরিবারের সবার প্রেরণা ছিলো । নারী উদ্যোক্তা হিসেবে কমলগঞ্জের জালালপুর এলাকাবাসী এবং প্রশাসনেরও সমর্থন পেয়েছেন তিনি । আগামীতে কৃষি নির্ভর গ্রামীণ অর্থনৈতিক চাকা সচল রাখতে তাঁর ফার্ম ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেহেরুন নেছা ।
উল্লেখ্য, দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে দেশের ৪১ জন খামারি ও উদ্যোক্তাকে ‘ডেইরি আইকন পুরস্কার–২০২২’ প্রদান করা হয় । প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ টাকা। সেই সঙ্গে প্রত্যেককে দেওয়া হয়েছে ক্রেস্ট ও সনদ।