সিলেটের সাহেবের বাজারে ব্র্যাকের শাখা উদ্বোধন

মো: সাইফুল ইসলাম :
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৭:২০ অপরাহ্ণব্র্যাক নর্থ ইস্ট ডিভিশন সিলেট-২ অঞ্চলের আম্বরখানা এলাকার সাহেবের বাজারে ব্র্যাকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯মে) দুপুরে সাহেবের বাজারের মা ভিলায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে এ এম প্রগতি আম্বরখানা, সিলেট-এর সাইফুল আলম ভূইয়া এর সঞ্চালনায় ও হাফিজ রিয়াজুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আর এম প্রগতি-২ এর জোনাল ম্যানেজার অনন্যা সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:দিলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার মো:আনসার আলী,সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ,সহকারী শিক্ষক হারুন অর রশীদ,সাহেবের বাজার শাহী ঈদগাহ কমিটির সভাপতি, সাবেক মেম্বার ইলিয়াস আলী,সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি’র সাবেক সদস্য আব্দুল হান্নান,সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলা উদ্দিন,বিশিষ্ট সমাজ সেবক মামুনুর রশীদ শামিম,সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো:আরব আলী,সাধারণ সম্পাদক মো:শফিকুর রহমান,সাহেবের বাজার প্রবাসি সমিতির উপদেষ্টা আব্দুল জব্বার,প্রবাসি বাংলা গ্রুপ এর সভাপতি লুৎফুর রহমান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এম প্রগতি সিলেট-১এর নূর-উন-নবী,আর এম দাবী-১,সিলেট এর সুমন সারোয়ার, আর এম দাবী-২-হাসান আল মনসুর, আর এম ফাইন্যান্স সিলেট এর গৌতম বিশ্বাস,ডি এম ফাইন্যান্স এন্ড একাউনস শ্রীমঙ্গল এর উত্তম কুমার বসু, এ এম প্রগতি আম্বরখানা, সিলেট এর সাইফুল আলম ভূইয়া, এ এম প্রগতি , টুকের বাজার, সিলেট এর গৌরাঙ্গ চন্দ্র দাস, এ এম দাবী , টুকের বাজার, সিলেট এর ইয়াছিন আরাফাত, এ এম দাবী আম্বরখানা সিলেট এর ওমর ফারুক,ক্রেডিট অফিসার আনিসুর রহমান, সাবিনা ইয়াসমিন, আমজাদ হোসেন, আবজাল মিয়া ও ঋতু আক্তার,ক্রেডিট অফিসার বিষ্ণু সুত্রধর, সুস্থির রঞ্জন তালুকদার,আজিজুর রহমান প্রমুখ।
সিলেট/আবির