সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন চান হাজী তোফায়েল আহমদ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৩, ৩:৫০ পূর্বাহ্ণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন চান জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং সিলেট জেলা শাখার সভাপতি হাজী তোফায়েল আহমদ।
সোমবার (১ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হাজী তোফায়েল আহমদ বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমি সিলেট-৩ আসনের মা, মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সিলেট-৩ আসনের অন্তর্গত বিভিন্ন এলাকায় আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যানুযায়ী যেকোন দুর্যোগ-দূর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শকে বুকে লালন করে এবং তার কাছ থেকে পাওয়া রাজনৈতিক দীক্ষা থেকেই আমি সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উৎসাহ পাই।
সর্বোপরী আমি সর্বক্ষণ রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করি।
তিনি আরো বলেন, আমি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছি। অচিরেই দেশে ফিরে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণের সাথে মতবিনিময়ের মাধ্যমেই আমি আমার প্রার্থীতা ঘোষণা করবো। আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টি থেকে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য৷ দলের হাইকমান্ড নিশ্চয়ই আমার কর্মকান্ড বিবেচনায় সিলেট-৩ আসনে আমাকে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে আমি বিজয় উপহার দেবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, হাজ্বী তোফায়েল আহমদ দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় যাবত যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশে থাকাকালীন সময় থেকেই তিনি রাজনীতি ও সামাজিকতার সাথে ওতোপ্রোত ভাবে নিজেকে জড়িয়ে রেখেছেন।





