কোম্পানীগঞ্জে নিখোঁজের ৪৩ ঘন্টা পর খালে ভেসে উঠলো জেলের লাশ
কোম্পানীগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণপানিতে ডুবে নিখোঁজের ৪৩ ঘন্টা পর জেলে হোরন মিয়ার লাশ পানিতে ভেসে ওঠেছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া খালে হোরনের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বেলা ১২টায় লাশ উদ্ধার করে।
নিহত হোরন মিয়া (৩২) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত রোববার দুপুরে পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। কিন্তু পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সন্ধ্যার আগ পর্যন্ত স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার খোঁজ পাননি। রাত ৮টায় সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। প্রায় ঘন্টাব্যাপী চলা তাদের অভিযানেও খোঁজ মিলেনি হোরনের।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়রা হোরনের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন৷ বেলা ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুরঞ্জিত তালুকদার তাঁর লাশ উদ্ধার করেন।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, হোরন একজন মৃগী রোগী। মাছ ধরতে ডুব দিয়ে আর উঠে আসেননি। তিনি মাছ বিক্রি করে সংসার চালাতেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সিলেটসংবাদ/হান্নান





