কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৩, ২:৫০ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অহিদ মিয়া (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শাহ আরেফিন বাজারে একটি ঘরের চালে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত অহিদ মিয়া বাহাদুরপুর গ্রামের দানা মিয়ার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আরেফিন বাজারে হুমায়ুন ডাক্তারের ঘরের চাল মেরামতের কাজ করছিলেন অহিদ। চালের উপর টানা ছিল বিদ্যুতের মেইন লাইন। চালের টিন খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন অহিদ। উপস্থিত লোকজন বাঁশের লাঠির সাহায্যে তাকে চাল থেকে নামিয়ে আনেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অহিদের পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।
কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী বলেন, বিদ্যুতের লাইন টানা রয়েছে জেনেও ঝুঁকি নিয়ে কাজ করা ঠিক হয়নি। ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করতে গেলে বিদ্যুত অফিসকে জানানো উচিত।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ঘরের চালে নতুন টিন লাগানোর কাজ করছিলেন অহিদ। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। স্থানীয় লোকজন মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটসংবাদ/হান্নান





