সিলেট-৪ আসনবাসীকে এড.শাহজাহান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
সিকডে
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩, ২:৫৩ অপরাহ্ণপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-৪ আসন ( কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট,জৈন্তাপুর) সহ দলীয় নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট জেলা দায়রাজজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী।
শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তায় শাহজাহান চৌধুরী বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’।
তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় সিলেট-আসনের জনগণসহ দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান এড.শাহজাহান চৌধুরী।





