৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মুক্তি
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৩:৫৬ পূর্বাহ্ণপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ০৪ নম্বর ওয়ার্ডসহ সিলেট নগরবাসী, দলীয় নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
এক শুভেচ্ছা বার্তায় সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলম খান মুক্তি বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ভেদাভেদ ভুলে সকলকে এই আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হবে শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।
তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর।
সেই সাথে সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্যে ও ৪নং ওয়ার্ড বাসীসহ সিলেট মহানগর বাসী এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তালার রহমত কামনা করেন আলম খান মুক্তি।
সিলেটসংবাদ/হান্নান





