ওসমানীনগরে ভূয়া সাংবাদিক গ্রেফতার
ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণওসমানীনগরে ভাঙ্গারি দোকান থেকে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে ওসমানী নগর থানা।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে ওসমানীনগর থানাধীন দক্ষিন গোয়ালাবাজারের রুবেল এন্টারপ্রাইজ নামের এক ভাঙ্গারীর দোকানে কাওসার আহমেদ (৩০) নামের একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দোকানে প্রবেশ করলে দোকান মালিক তার পরিচয় জানতে চান,তখন কাওসার আহমেদ নিজেকে সাংবাদিক দাবি করলেও কোন পরিচয়পত্র দেখাতে পারেননি। এসময় দোকান মালিক তাকে আটকে রেখে স্থানীয় ইউপি সদস্যকে খরব দেন।
বিষয়টি জানতে পেরে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন তাৎক্ষনিক থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় অভিযুক্ত কাওসার আহমেদের বিরুদ্ধে ওসমানী নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২২
কাওসার আহমেদ ওসমানী নগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের হাসান আলীর ছেলে। কাওসার আহমেদ ফেসবুকে ইনফো টেলিভিশন নামের একটি পেইজ খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা (ফোকাল পয়েন্ট) শ্যামল বণিক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে তিনি কোন পরিচয়পত্র দেখাতে পারেননি,তাই তাকে গ্রেপ্তার করা হয়,তার বিরুদ্ধে পেনালকোড ৪১৯/৪২০ ধারায় মামলা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটের কন্ঠ / সৈ.রাসেল





