সিলেট সিটিতে নৌকা পেলেন আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ২:৩৫ অপরাহ্ণআসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা বসে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সভা শেষে দুপুরে গণভবনে ব্রিফিংয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন লাভের বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
সিলেটসংবাদ/হান্নান






