বাংলা নববর্ষ উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৩, ৭:২০ অপরাহ্ণ
শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে সিলেটের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
আজ শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, ১লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি বহনে এদিনের গুরুত্ব অপরিসীম। তারা বলেন,
বাংলা এবং বাঙ্গালীর বর্ষবরণ উৎসব সার্বজনীন,সকলের।এটি আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক।বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে প্রতিটি বাঙ্গালির হৃদয় হয়ে উঠুক নির্মল আনন্দে উদ্ভাসিত।প্রেসক্লাব নেতৃবৃন্দ, সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।




