সিলেটে একদিনে দুই আত্নহত্যা
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৩, ২:০২ অপরাহ্ণসিলেট পৃথক স্থানে দুইজনের আত্নহত্যার ঘটনা ঘটেছে। নগরীর ভাতালিয়া থেকে শাহীন আহম্মদ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় লামাবাজার ফাঁড়ির পুলিশ শাহীন আহম্মদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। শাহীন ভাতালিয়ার ৫০ নং বাসার মৃত হিরণ মিয়ার ছেলে। লাশ উদ্ধারের সময় জামার পকেটে একটি চিরকুট পায় পুলিশ। এতে লেখা ছিলো- ‘স্বেচ্ছায় আত্মহত্যা করেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন- ইফতারের কিছুক্ষণ আগে পরিবারের লোকজন শাহিনের দেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসি বলেন- প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এছাড়াও চিরকুটের লেখা শাহীনের কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, একইদিনে সকাল ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে রোজিনা আক্তার রিমা নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজিনা আক্তার রিমা উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল ৯ম খন্ড গ্রামের আব্দুর রহিম (অবসরপ্রাপ্ত আর্মি) এর মেয়ে ও ইমরান আহমদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে পরিবারের অগোচরে নিজের বসতঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার ও স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার এস আই মো. এমরুল কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
প্রেম সংক্রান্ত কারণে রিমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কে.এম নজরুল বলেন, কলেজ ছাত্রীর আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।
সিলেটসংবাদ/হান্নান






