গোলাপগঞ্জে র্যাবের জালে আটক ইয়াবা ব্যাবসায়ী
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৩, ৩:৪২ অপরাহ্ণগোলাপগঞ্জ উপজেলায় ৫৫০৫ পিস ইয়াবাসহ ১ জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৪ মার্চ) সন্ধার দিকে উপজেলার ঢাকাদক্ষিন সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে ৫৫০৫ পিস ইয়াবাসহ বেলাল আহমদ(৪৩) নামের এক ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৯।
বেলাল আহমদ উপজেলার বাঘা ইউনিয়নের মৃত আকমল আলীর ছেলে।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট
ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


