এসএমপি’র নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২ অপরাহ্ণসিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার) পিপিএম।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিশনার মো. নিশারুল আরিফ।
এর আগে আজ সকালে বিমানযোগে সিলেটে এসে পৌঁছেন মো. ইলিয়াস শরীফ।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হন এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানান, সদ্য বিদায়ী কমিশনার মো. নিশারুল আরিফ আজ রাতে সিলেট ছাড়বেন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত এক আদেশে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফকে বদলি করা হয়।এর মধ্যে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম-কে বাংলাদেশ পুলিশ ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটের উপ-মহাপরির্শক এবং একই পদমর্যাদার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (উপ-মহাপরিদর্শক) পদে বদলি করা হয়েছে।
সিলেটসংবাদ/হান্নান



