সাংবাদিক দিপনের পিতৃবিয়োগে ডা.স্বপ্নীল এর শোক
সিকডে
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ৪:৪০ অপরাহ্ণঢাকা প্রকাশ সিলেটের বিভাগীয় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দিপনের পিতা ক্ষিতীন্দ্র মোহন রায় খোকা বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
এক শোকবার্তায় ডা.স্বপ্নীল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাত টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রাণহানি ঘটে। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টায় তিনি সিলেটের ভাড়াটিয়া বাসায় হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে ভতি করা হয়।
হাসপাতালের আইসিইউতে লাইফসাপোটে থাকা অবস্থায় রাত ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন।
ক্ষিতিন্দ্র মোহন রায় খোকা বাবু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ীবাজারের আদি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শ্রী দুর্গা ভান্ডারের স্বত্বাধিকারী।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে নাতি,নাতিনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



