এমপি লিটনের বিরুদ্ধে মামলা, থানায় অস্ত্র জমা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ১০:২৬ অপরাহ্ণঅবশেষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা করার আগেই লাইসেন্সকৃত পিস্তলসহ তিন রাউন্ড ও শর্টগানসহ ৫০ রাউন্ড গুলি থানায় জমা দিয়েছেন এমপির নিকট আত্মীয় তরিকুল ইসলাম।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ শিশু সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ সময় তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর পুলিশ মামলাটি রেকর্ড করে। মামলা নং- ০২, তারিখ ০৩-১০-২০১৫।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, সৌরভের বাবা সাজু মিয়া এজাহার দাখিল করলে তা আমলে নিয়ে রেকর্ড করা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে, এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের লাইসেন্সকৃত পিস্তলসহ তিন রাউন্ড ও শর্টগানসহ ৫০ রাউন্ড গুলি থানায় জমা দেন তার নিকট আত্মীয় তরিকুল ইসলাম।
শনিবার রাতে মঞ্জুরুল ইসলাম লিটনের নিজ নামে লাইসেন্স করা একটি শর্টগান (লাইসেন্স নং- ১২/৯৯) ও একটি পিস্তল (লাইসেন্স নং- ০১/২০১৫) সুন্দরগঞ্জ থানায় জমা দেয়া হয়। সরকারের উর্ধ্বতন মহলের নির্দেশে অস্ত্রগুলো জমা দেন তার প্রতিনিধি।
উল্লেখ্য, শুক্রবার সকালে এমপি লিটনের ডাক না শোনায় সৌরভ নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে শিশুটির পায়ে তিনটি গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেয়ার সময় বাধা দেন এমপি। পরে সৌরভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় দুপুরে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে আওয়ামী লীগ ও বিক্ষুদ্ধ এলাকাবাসী। সমাবেশ থেকে তারা এমপি লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সৌরভের পায়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে।
. . . . . . . . .