৫ দফা দাবিতে জেলা ও মহানগর ছাত্রদলের মিছিল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ৪:৩১ অপরাহ্ণঅবিলম্বে ‘ফাঁসকৃত প্রশ্নপত্রে হওয়া মেডিকেলের ভর্তি পরীক্ষা’ বাতিল, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার, আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তি এবং পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল শনিবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ বলেন, ‘একের পর এক প্রশ্নপথ ফাঁস করে দেশের শিক্ষা ব্যবস্থা কে ধ্বংসের মধ্যমে মেধাহীন জাতি গড়তে সরকার পাঁয়তারা চালাচ্ছে।’
সভাপতিত্বের বক্তব্যে সাঈদ আহমদ বলেন, ‘সরকার প্রকৃত শিক্ষার আলো থেকে সাধারণ ছাত্র ছাত্রীদের বঞ্চিত করে মেধাহীন আগামী প্রজন্ম গড়ার মিশনে কাজ করে যাচ্ছে।’
অন্যনান্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি ফখরুল ইসলাম, মহানগর যুগ্ম সম্পাদ রুমেল শাহ, তছির আলী, বেলায়ত হুসেন মোহন, আবু হানিফ, মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, রজব আহমদ, সারওয়ার রেজা, ফখরুল ইসলাম রুমেল, আমিনুল ইসলাম সাজু, গোলাম মাহমুদ আজম, অলি চৌধুরী, আফসর খান, অলি উর রহমান, আহমেদ জিলু, বদরুল ইসলাম, আল মামুন, এনামুল হক সামিম, জামিল আহমদ, জামিল তালুকদার, মন্টূ কুমার নাথ, তোফায়েল আহমদ, দেলোয়ার হুসেন দিনার, বদরুল আজাদ রানা, কামরান আহমদ, জাহেদ আহমদ, আশরাফুল ইসলাম রুবেল, এনামুল হক, মোবারক হুসেন তুহিন, আতাউর রহমান, জুবায়ের আহমদ লিলু, মুক্তাদির চৌধুরী সাকী, বাবর আহমদ, আজিজুর রহমান লায়েক, কবির আহমদ উজ্জল, সাহেল শাহ, মিনার হুসেন লিটন, দেলোয়ার আহমদ, হুমায়ূন রসীদ, শাহরিয়ার রিপন, মেহদী হাসান সাজাই, আনছার আলী, মিজান আহমদ, ফেরদৌস, সাহজান, লায়েক, আলী, সুহেল, প্রমুখ।
. . . . . . . . .