গোলাপগঞ্জের মাদক ব্যাবসায়ী ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেপ্তার
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ১:৫২ পূর্বাহ্ণফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘপাড়া এলাকা থেকে গোলাপগঞ্জের সালেহ আহমদ বসই (৪২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী সালেহ আহমদ বসই উপজেলার ভাদেশ্বর ইউপির দক্ষিণ ভাগ দক্ষিণ গাঁও এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ফেঞ্চুগঞ্জ থানার সহযোগিতায় উপজেলার বাঘপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।



