সিলেট আইনজীবী সমিতির সভাপতি অশোক , সাধারণ সম্পাদক সোহেল
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৩:৪৪ অপরাহ্ণসিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক পদে গোলাম এহিয়া চৌধুরী সুহেল বিজয়ী হয়েছেন।
রাতভর ভোটগণনা শেষে শুক্রবার ভোর এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ। এরআগে (১২ জানুয়ারী) বৃহস্পতিবার দিনভর জেলা আইনজীবী সমিতির নির্বচন অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে মোট এক হাজার ৭৩৩ ভোটারের বিপরীতে ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ প্রার্থী।
সহ-সভাপতি ১ পদে কামাল হোসেন, সহ-সভাপতি ২ পদে আব্দুর রহিম বিজয়ী।
যুগ্ম সম্পাদক ১ পদে সলমান উদ্দিন , যুগ্ম সম্পাদক-২ পদে সাইফুর রহমান বিজয়ী।
এছাড়া সমাজ বিষয়ক সম্পাদক পদে মো, মতিউর রহমান, লাইব্রেরী সম্পাদক পদে রঞ্জু দেবনাথ, প্রধান নির্বাচন কমিশনার পদে মো. আব্দুর রহমান চৌধুরী, সহ-সম্পাদকের ৩টি পদে এ এইচ এম ওয়াসিম, নাদিম রহমান ও তোফায়েল আহমদ বিজয়ী হয়েছেন।
কোন প্রার্থী না থাকায় সহ সমাজ বিযয়ক সম্পাদক পদে মো. তানভির আহমেদ, সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে মো. আল আসলাম মুমিন ও সজল চন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার বক্স (জাহাঙ্গীর), মো. আখতার হোসেন খান , আবু মোহাম্মদ আসাদ, মো. আব্দুল ওদুদ, আব্দুল মান্নান চৌধুরী, মো. আব্দুল মালিক, আশিক উদ্দিন আশুক, এমাদ উদ্দিন, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), নোমান মাহমুদ ও রাজ উদ্দিন বিজয়ী হয়েছেন।
সিলেটসংবাদ/হান্নান



