সিলেট জেলা প্রেসক্লাবে হাসিনা সভাপতি, সম্পাদক নবেল
স্টাফ রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ১০:২৫ অপরাহ্ণসিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিনা বেগম চৌধুরী। এ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শাহ দিদার আলম নবেল।
শনিবার রাতে ভোটগণনা শেষে তাঁদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
ভোট গণণা শেষে সভাপতি পদে হাসিনা বেগম চৌধুরী ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত শাহ ফরীদি পান ৫৫ ভোট। ৩ ভোটে পরাজিত করেছেন।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে শাহ্ দিদার আলম চৌধুরী নবেল ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশীষ দেবু পান ৩৯ ভোট।
এর আগে, নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।






