জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দের শোক

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৭:৪৫ পূর্বাহ্ণসুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আকমল হোসেন গত ২৬শে ডিসেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহী ওয়াহীন্নাহীলাহীর রাজিয়ুন।
তার এই আকস্মিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে বসবাসরত জগন্নাথপুর উপজেলাবাসীর মধ্যে শোকের ছায়া নেমেছে।জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন তাদের মধ্যে হলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,সাধারন সম্পাদক মোশাহিদ চৌধুরী,ব্রঙ্কস আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল হাসিব হাসনু, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুস শহীদ,যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেন,যুবলীগনেতা জামাল আহমেদ,সফিকুর রহমান প্রমূখ।
নেতৃবৃন্দরা মরহুম আকমল হোসেনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।