কোম্পানীগঞ্জে বিজয় দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন টুকেরবাজার
সোহেল রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:২৭ অপরাহ্ণকোম্পানীগঞ্জে বিজয় দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে টুকেরবাজার সবুজ সাথী কাবাডি দল। গত শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে তারা ৫৩-২০ পয়েন্টে হারিয়েছে থানা সদর কাবাডি দলকে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন এ খেলার আয়োজন করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক শাহ আলম।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন আরিফ, ফটো সাংবাদিক আনোয়ার সুমন, রবীন্দ্র কুমার সিংহ প্রমুখ।
সিলেটসংবাদ/হান্নান





