যুব মহিলা লীগের নতুন কমিটিকে যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দের অভিনন্দন জ্ঞাপন
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ৪:৪৪ পূর্বাহ্ণ বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইজি সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা।
বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইজি সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা।
সম্মেলনের মধ্য দিয়ে বৃহস্পতিবার যুব মহিলা লীগের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নাম ঘোষণা করেন।
একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি তাহেরা খাতুন, সাধারণ সম্পাদক শামীমা রহমান। দক্ষিণের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক নিলুফার রহমান।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের আগের কমিটি বিলুপ্ত করা হয়।
যুব মহিলা লীগের নবনির্বাচিত কমিটির সকলকে যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।তাদের মধ্যে হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,যুগ্ন সাধারন সম্পাদক নুরুল আমিন বাবু,উপ প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস ব্যরো আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত সাধারন সম্পাদক মোশাইদ চৌধুরী প্রমূখ।
নেতৃবৃন্দরা বলেন নবনির্বাচিত কমিটির সুযোগ্য নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমত যুব মহিলা লীগের কার্যক্রম আরো গতিশীল হবে এবং বাংলাদেশের উন্নয়নধারা অব্যাহত রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।






