কুলাউড়ায় বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমির পুরস্কার বিতরণ
কুলাউড়া সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৯:৪০ অপরাহ্ণকুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক দিলীপ ঘোষের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল বাশার।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মনমোহন সিংহ, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক মসিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার সুশীল চন্দ্র দে ও বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়া প্রমুখ।
সভাশেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতায় ২৭ জন বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় দুইশতাধিক শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সিলেটসংবাদ/হান্নান





