কামাল বাজার ইউনিয়নে রাস্তা’র কাজ উদ্বোধন করলেন জেলা পরিষদ সদস্য রুবা জেবিন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ শৈষ্যউরা গ্রামের হাজী মাহমুদ আলী বাড়ির পিছনের রাস্তা হতে গ্রামের জামে মসজিদের পর্যন্ত ২ লক্ষ ব্যায়ে টাকা ১৩০ ফুট আর সি সি ঢালাইয়ের রাস্তার উদ্বোধন করা হয় হয়েছে।
আজ দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
জেলা পরিষদের ২১-২২ অর্থ বছরের বরাদ্দকৃত রাস্তার কাজের উদ্বোধন করেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা।
এ সময় উপস্থিত ছিলেন, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল মিয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল আহমদ, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সারো, আনোয়ার মিয়া, শামীম আহমদ সুজন এছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রুপ,ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার হোসেন, বিশিষ্ট মুরব্বী আলা উদ্দীন, খোয়াজ আলী, আব্দুস সালাম, আব্দুল মুতলিব, আব্দুল জলিল, সরুজ আলী, খলিলুর রহমান, মোঃ সাজিদুল ইসলাম, আমিনুল ইসলাম, রিয়াজুল ইসলাম, ফখরুল ইসলাম, আরিফুল হক রাহাত, নুর মিয়া চমক, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য মোঃ সিরাজুল ইসলাম।
উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন শৈষ্যউরা জামে মসজিদের ইমাম হাফিজ শাহাব উদ্দিন।




