মুনির, তপন, জুয়েল স্মরণে আলোর মিছিল আজ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ৪:০৪ অপরাহ্ণডেস্ক:
প্রতিবছরের মতো এবছরও ২৪ সেপ্টেম্বরকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে পালন করবে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা। দিবসটি উপলক্ষ্যে নগরীতে আজ (বৃহস্পতিবার) আলোর মিছিলের আয়োজন করা হয়েছে। আলোর মিছিলের মাধ্যমে স্মরণ করা হবে মৌলবাদী গোষ্ঠির হামলায় নিহত প্রগতিশীল রাজনৈতিক কর্মী মুনির-তপন-জুয়েলকে।
আজ (২৪ সেপ্টেম্বর), বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোর মিছিল শুরু হবে।
১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশ্যে রাজপথে হত্যা করা হয়েছিলো তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মুনির ই কিবরিয়া, তপন জ্যোতি দেব এবং এনামুল হক জুয়েলকে। ২০১১ সাল থেকে নৃশংস হত্যাযজ্ঞের এই দিনটিকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দিবস হিসেবে পালন করা হচ্ছে। . . . . . . . . .