ব্রঙ্কস আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ১২:৩৫ অপরাহ্ণ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্রঙ্কস ব্যরো আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্রঙ্কস ব্যরো আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত।
গত ২৯শে নভেম্বর মঙ্গলবার রাতে স্ট্রালিং বাংলাবাজারের নীরব রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক,সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,সহসভাপতি সাইকুল ইসলাম,দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ,উপপ্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান।বক্তব্য রাখেন জামাল আহমদ, প্রিন্সিপাল সানাউল্লাহ,হেদায়েদ চৌধুরী,কাজী রাবিউজ্জামান,স্বপন মাষ্টার,খন্দকার এমরান জাহান প্রমূখ।
সভায় বক্তারা বলেন বিএনপির মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে দেশে বিদেশে অনলাইনের মাধ্যমে গনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করা হয়।
পরে সবাইকে নৈশ্যভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।






